ঢাকাMonday , 18 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে কে কোন প্রতীক পেলেন

প্রতিবেদক
-
December 18, 2023 6:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সোমবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়

কিশোরগঞ্জের ছয়টি আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে আওয়ামী লীগের ৫জন, জাতীয় পার্টির ৫জন, বাংলাদেশ কংগ্রেসের ২জন, ইসলামী ঐক্যজোটের ২জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৩জন, ন্যাশনাল পিপলস পার্টির ৫জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টবিএনএফ এর ১জন, গণফ্রন্টের ১জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩জন, বাংলাদেশ সুপ্রীম পার্টিবিএসপির ১জন, তৃণম বিএনপির ১জন স্বতন্ত্র ৯জন

কে কোন প্রতীক পেলেন:

কিশোরগঞ্জ (কিশোরগঞ্জ সদরহোসেনপুর): আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া লিপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম (ঈগল), বাংলাদেশ কংগ্রেস পার্টির মোবারক হোসেন (ডাব), জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল হাই (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো. আশরাফ উদ্দিন (মিনার), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল আউয়াল (ছড়ি) ন্যাশনাল পিপলস পার্টিএনপিপির মো. আনোয়ারুল কিবরিয়া (আম)

কিশোরগঞ্জ (কটিয়াদীপাকুন্দিয়া): আওয়ামী লীগ মনোনীত আবদুল কাহার আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মো. সোহরাব উদ্দিন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টিএনপিপির আলেয়া (আম), গণফ্রন্টের মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (মাছ) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টবিএনএফ এর মো. বিল্লাল হোসেন (টেলিভিশন)

কিশোরগঞ্জ (করিমগঞ্জতাড়াইল): জাতীয় পার্টি মনোনীত এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু (লাঙ্গল), স্বতন্ত্র মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ঞা (কেটলি), ইসলামী ঐক্যজোটের ওমর ফারুক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টিএনপিপির মোহাম্মদ আমিনুল ইসলাম (আম), স্বতন্ত্র মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি) স্বতন্ত্র রুবেল মিয়া (ট্রাক)

কিশোরগঞ্জ (ইটনামিঠামইনঅষ্টগ্রাম): আওয়ামী লীগ মনোনীত রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা), বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী . মজিদ (ডাব), কৃষক শ্রমিক জনতা লীগের মো. শরীফুল আহসান (গামছা), ন্যাশনাল পিপলস পার্টিএনপিপির মো. জয়নাল আবদিন (আম), জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙ্গল) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নছিম খাঁন (মোমবাতি)

কিশোরগঞ্জ (বাজিতপুরনিকলী : আওয়ামী লীগ মনোনীত মো. আফজাল হোসেন (নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইমদাদুল হক (মোমবাতি), তৃণম বিএনপির মো. সোহরাব হোসেন (সোনালী আঁশ), জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল (ঈগল) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রবিন মিঞা (ছড়ি)

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর): আওয়ামী লীগ মনোনীত নাজমুল হাসান পাপন (নৌকা), স্বতন্ত্র মোহাম্মদ আব্দুছ ছাত্তার (ঈগল), বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপির প্রার্থী হেলাল উদ্দিন (একতারা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন (মোমবাতি), জাতীয় পার্টির ন‚রুল কাদের সোহেল (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ আয়ুব হোসেন (ছড়ি)।

আপনার মন্তব্য করুন