পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) বিকালে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত চরফারদী এলাকায় অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন মোশাররফ হোসেন (২৬), মো. ফয়সাল (২৮) ও বিল্লাল হোসেন (২০)।
পাকুন্দিয়া থানার এসআই হাছানসহ পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকালে মির্জাপুর ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন ব্যক্তিকে ৬লক্ষ টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।