পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) এডভোকেট সোহরাব উদ্দিন পাকুন্দিয়ায় বিশাল শোডাউন করেছেন।
সোমবার বিকালে পাকুন্দিয়া ঈদগাহে শোডানের আয়োজন করা হয়।
বিকাল ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ ঢাক ঢোল বাজিয়ে মিছিল সহকারে ঈদগাহে আসতে থাকেন। মানুষের ঢলে বিশাল ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে পাশের রাস্তা পর্যন্ত ছাড়িয়ে যায়।
পাটুয়াভাঙ্গা এলাকা থেকে একটি খোলা জিপে করে স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল আসে ঈদগাহে।
পরে ঈদগাহে সংক্ষিপ্ত বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন, জনতাই আমার শক্তি। অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিবে জনগণ। নির্বাচনে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্র পাহাড়া দেওয়ার জন্য তিনি জনতার প্রতি আহ্বান জানান।
এ সময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত করে তুলে উপস্থিত জনতা।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                