কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের অলি গলি আর মূল সড়কে ছিল জনতার মিছিল। চতুর্দিক থেকে মিছিল এসে মিলিত হয় বাসস্ট্যান্ড এলাকায়। জনতার স্রোতে কটিয়াদী বাসস্ট্যান্ডের দুধারে অন্তত এক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজটের।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থনে মঙ্গলবার বিকালে জনতার ঢল নামে কটিয়াদীতে।
বিকাল ৩টা থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল আসতে থাকে কটিয়াদী উপজেলা সদরে। বিভিন্ন বাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে আর নানা স্লোগানে মিছিলে অংশ নেন সোহরাবের সমর্থকেরা। সন্ধ্যার পূর্বক্ষণে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী সোহরাবের নেতৃত্বে বের করা হয় মূল মিছিল। মিছিলটি কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় বক্তব্যে এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নিয়ে আমাকে ঋণি করেছে। জনতার এ ঋণ শোধ হবার নয়। তাদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে সোহরাব বলেন, জনতার এ বাঁধভাঙ্গা ঢল জননেত্রী শেখ হাসিনার প্রতি উৎসর্গ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অঙ্গীকার বাস্তবায়নে ভোটের দিন প্রতিটি কেন্দ্র পাহাড়া দেওয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান সোহরাব উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, কিশোরগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, ভিপি ফরিদ উদ্দিন প্রমুখ।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                