নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবা ও দুটি চোরাই মোটরসাইকেলসহ হেলাল (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত পৌনে ৯টার দিকে অভিযানটি চালায় ডিবির একটি দল।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে ডিবির দলটি সদর উপজেলার ভুরুঙ্গারচর এলাকার একটি মুদি দোকানের পিছনে অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবা ও দুটি চোরাই মোটরসাইকেলসহ হেলালকে গ্রেফতার করে। গ্রেফতার হেলাল সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের নূরুল ইসলাম ওরফে মঙ্গলের ছেলে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন