ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নতুন করে ১৮১ জনের করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
-
আগস্ট ৫, ২০২১ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে নতুন করে (বুধবার রাত ১০টা পর্যন্ত) ১৮১ জনের করোনা শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৯৪৯ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৬৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৪ জন, হোসেনপুরে ৪ জন, করিমগঞ্জে ৩ জন, তাড়াইলে ৬ জন, পাকুন্দিয়ায় ১০ জন, কটিয়াদীতে ৩৪ জন, কুলিয়ারচরে ৬ জন, ভৈরবে ৪০ জন, নিকলীতে ২ জন, বাজিতপুরে ৩ জন, মিঠামইনে ১ জন ও অষ্টগ্রামে ৮ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বুধবার রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ২৮, ২৯, ৩১ জুলাই, ১, ২, ৩ ও ৪ আগস্ট (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ৩ আগস্ট বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোট ৩৪৬ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৭৯ জনের করোনার উপসর্গ পাওয়া গেছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৮ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। কটিয়াদী উপজেলার ৭০ বছর বয়সী একজন নারী গত মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া ভৈরব উপজেলার ৮০ বছর বয়সী একজন নারী ও ৬৫ বছর বয়সী একজন পুরুষ এবং বাজিতপুর উপজেলার ৩৫ বছর বয়সী একজন পুরুষ নিজ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১৬৭ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৯৩০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৫২ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮৪৭ জন, হোসেনপুরে ২১১ জন, করিমগঞ্জে ৬১ জন, তাড়াইলে ৪৯ জন, পাকুন্দিয়ায় ২৫৫ জন, কটিয়াদীতে ৪৫৪ জন, কুলিয়ারচরে ৬৯ জন, ভৈরবে ৫৬৪ জন, নিকলীতে ৪৩ জন, বাজিতপুরে ১৯১ জন, ইটনায় ৩০ জন, মিঠামইনে ২৬ জন ও অষ্টগ্রামে ৫২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৭৭১ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৮১ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য কেউ রেজিস্ট্রেশন করেননি বলে জানা গেছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ২ লক্ষ ১৭ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘন্টায় সাইনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ হাজার ৩০৭ জন এবং দ্বিতীয় ডোট টিকা নিয়েছেন ৮৮ জন। কোভিশিল্ড ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৮৯ জন। গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৫৯ হাজার ৬৫৭ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ হাজার ১০৪ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৯১৪ জন।

আপনার মন্তব্য করুন