নিজস্ব প্র্রতিবেদক: কিশোরগঞ্জের নৌকা প্রতীকের প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট প্রার্থনা করেন তিনি। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর বক্তব্য বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০৯ সন থেকে এ পর্যন্ত টানা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও আপনারা নৌকায় ভোট দিবেন।
তিনি আরও বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। আর জামায়াত যুদ্ধাপরাধী দল। তারা না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবেনা, সেটা আমরা বিশ্বাস করিনা। নির্বাচন অংশগ্রহণমূলক হবে ভোটারদের অংশগ্রহণেরমাধ্যমে। সন্ত্রাসী দল নির্বাচনে বিশ্বাসও করেনা, আর এদের দ্বারা মানুষের কোনো কল্যাণ হবেনা। তারা দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনা। এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানারকম চক্রান্ত হচ্ছে, সে জন্য নির্বাচনের পরিবেশ যেন সুন্দর হয়, উৎসবমুখর হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সে কারণেই আমরা উন্মুক্ত করে দিয়েছি। নৌকা মার্কা দিয়েছি, পাশাপাশি আরও যারা দাঁড়াতে চায়, তারাও দাঁড়াবে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহŸান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যার ভোট সে চাইবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। আপনারা সকলেই সেটা মেনে নিবেন।
ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল। অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আবুল কাহার আকন্দ ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থী মো. আফজাল হোসেন।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                