নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও একটি কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ ও পটকা বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা।
রবিবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা গেছে। ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে।
সকাল সোয়া ৮ টার দিকে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ ও পটকা বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এদিকে গতরাতে সদর উপজেলার যশোদল বাজারে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে তিনটি দোকান পুড়িয়ে দেয়। এছাড়া গতরাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার যশোদল এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক সুজিত ও বকুল নামে দুজনকে বেদম মারপিট করা হয়েছে। নৌকা প্রতীকের সমর্থকরা তাদেরকে মারপিট করেছে বলে তারা অভিযোগ করেন।