ঢাকাThursday , 5 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রশান্তির খোঁজে গানের ভুবনে

প্রতিবেদক
-
August 5, 2021 12:48 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা অনেক কিছুই উলট পালট করে দিয়েছে। গতি, বৈচিত্র্য ও ছন্দময় জীবনকে করে দিয়েছে রস-কষহীন, ধূসর। চেনা জগতকেও কেমন যেন অচেনা মনে হয়।

অনেকটা ‘অসহায়’ জগত থেকে মুক্তির উপায় খুঁজেন অনেকেই। কেউ হারিয়ে যান বইয়ের জগতে, কেউ টেলিভিশনের পর্দায়, কেউ খেলার মাঠে, কেউবা গানের ভুবনে।

কিশোরগঞ্জের এমনই কজন মানুষ কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলেন গানের ভুবনে। করোনার কঠিন এই সময়টাতে মনকে রাঙাতে প্রশান্তির খোঁজে তারা ঘরোয়া পরিবেশে আয়োজন করেন গানের আসর। বুধবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি মার্কেটের তৃতীয়তলায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী কনক কান্তি বিশ্বাসের স্টুডিওতে আয়োজন করা হয় এই আসর।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রথম সারির সঙ্গীত শিল্পী আবুল হাসেম, সঙ্গীত শিল্পী জুলহাস উদ্দিন সুজন,  রাজশাহীর বাঘা এলাকার সঙ্গীত শিল্পী উজ্জ্বল আলী এবং স্টুডিওর মালিক কনক কান্তি বিশ্বাস নিজ নিজ কণ্ঠে মাতিয়ে রাখেন সকলকে।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এমরান আলী ভূইয়া, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও নিউজ একুশের সম্পাদক সাইফউদ্দীন আহমেদ লেনিন, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি এম. এ আজিজ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সালেহ বাবুল, দৈনিক যায় যায় দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী, পাকুন্দিয়া পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, উপায় এর আঞ্চলিক ব্যবস্থাপক শাহরুখ জামান শাওন, প্রকৌশলী ইব্রাহীম খলিল, প্রবাসী মহসিন হোসাইন, ব্যবসায়ী শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মিথুন প্রমুখ।

কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

আপনার মন্তব্য করুন