কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দীর্ঘ ২১ বছর পর চালু করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার সন্ধ্যায় শিল্পী, কলাকুশলী ও সুধীজনদের উপস্থিতিতে শিল্পকলা একাডেমি চালু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌরসভার মেয়র শওকত উসমান, জেলা সিপিবির সভাপতি আবদুর রহমান রুমী, উপজেলা আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, গিয়াস উদ্দিন আহমেদ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল হাসান উজ্জ্বল প্রমুখ।
আলোচনা সভা শেষে শিল্পকলার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি ও কেক কাটা হয়। দ্বিতীয় পর্বে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ ও বাচিক শিল্পী রাবেয়া আহমেদ জ্যোতির সঞ্চালনায় সাংস্কৃতিক উৎসবে নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়।
উল্লেখ্য, ২০০২ সালে কটিয়াদী উপজেলা শিল্পকলা একাডেমি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২১ বছর পর আবার চালুকরণের মাধ্যমে এ জনপদের সংস্কৃতি চর্চা ও ঐতিহ্যের ধারা ফিরে আসবে বলে আয়োজকরা মনে করছেন।