নিজস্ব প্রতিবেদক: অবশেষে চূড়ান্ত হলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মানবপ্রেম’ মুক্তির দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় GMS Binodon ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গুরুসাইজিদের জীবনকাহিনী নিয়ে নির্মিত বাংলা সিনেমা “মানবপ্রেম“।
সিনেমাটির গল্প ও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হবি শেখ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা রাণী, সফিরুদ্দিন একলু, তৌফিক শিকদার,মোহাম্মদ আলী, আব্দুল্লাহ, সজীব সরকার, আলিফ, আরাফাত, সফিউল্লাহ, সবুজ, আশরাফ, মোতালেব, বিল্লাল, আরিয়ান, শাকিল, নাদিম, বৃষ্টি, শারমিন, মাধবীসহ আরও অনেকেই।
সিনেমাটির গানে কন্ঠ দিয়েছেন আব্দুল আওয়াল, শতরূপা সরকার, সফিউল্লাহ, জাহাঙ্গীর, শরীফ, রুমকি সরকার ও ওয়াহিদুল ইসলাম ফাহিম। এর প্রধান চিত্রধারক ও রঙ বিন্যাস করেছেন ওয়াহিদুল ইসলাম ফাহিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এস. এইচ. সুমন।
জি এম এস বিনোদন টিমের পরিচালনায় সিনেমাটির প্রযোজনা করেছেন জি এম সুবীর।
হবি শেখ বলেন, দর্শক সপরিবারে উপভোগ করার মতো একটি চলচ্চিত্র ‘মানবপ্রেম’। এর আগে এমন গল্পের সিনেমা তৈরি হয়নি বলে তার দাবি। অবহেলিত বাউল শিল্পীদের দুঃখ কষ্টের কাহিনী এই সিনেমার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অবহেলিত অনেক বাউল শিল্পী এ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।