ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

‘মানবপ্রেম’ সিনেমা মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

প্রতিবেদক
-
জুন ৮, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: অবশেষে চূড়ান্ত হলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রমানবপ্রেমমুক্তির দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ( জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় GMS Binodon ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গুরুসাইজিদের জীবনকাহিনী নিয়ে নির্মিত বাংলা সিনেমামানবপ্রেম

সিনেমাটির গল্প মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হবি শেখ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা রাণী, সফিরুদ্দিন একলু, তৌফিক শিকদার,মোহাম্মদ আলী, আব্দুল্লাহ, সজীব সরকার, আলিফ, আরাফাত, সফিউল্লাহ, সবুজ, আশরাফ, মোতালেব, বিল্লাল, আরিয়ান, শাকিল, নাদিম, বৃষ্টি, শারমিন, মাধবীসহ আরও অনেকেই

সিনেমাটির গানে কন্ঠ দিয়েছেন আব্দুল আওয়াল, শতরূপা সরকার, সফিউল্লাহ, জাহাঙ্গীর, শরীফ, রুমকি সরকার ওয়াহিদুল ইসলাম ফাহিমএর প্রধান চিত্রধারক রঙ বিন্যাস করেছেন ওয়াহিদুল ইসলাম ফাহিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এস. এইচ.  সুমন। 

জি এম এস বিনোদন টিমের পরিচালনায় সিনেমাটির প্রযোজনা করেছেন জি এম সুবীর

হবি শেখ বলেন, দর্শক সপরিবারে উপভোগ করার মতো একটি চলচ্চিত্র ‘মানবপ্রেম’। এর আগে এমন গল্পের সিনেমা তৈরি হয়নি বলে তার দাবি। অবহেলিত বাউল শিল্পীদের দুঃখ কষ্টের কাহিনী এই সিনেমার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অবহেলিত অনেক বাউল শিল্পী এ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।

আপনার মন্তব্য করুন