নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া গেছে বেসরকারি ফলাফল।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাব পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট। ভোটের ব্যবধান ২ লাখ ৬ হাজার ৩।
আপনার মন্তব্য করুন