নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া গেছে বেসরকারি ফলাফল।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পুত্র বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ৯৪ হাজার ৯৪৯।
আপনার মন্তব্য করুন