অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এ সময় ট্যাগ অফিসার পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. নূরুল হক, প্যানেল চেয়ারম্যান আব্দুল বাসেদ ভূইয়া, ইউনিয়ন পরিষদের সচিব মো. বুরহান উদ্দিন, ৫ নং ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামান, ৭ নং ওয়ার্ডের সদস্য মো. কাউসার, ৮নং ওয়ার্ডের সদস্য মো. জুলহাস ও ১ নং ওয়ার্ডের সদস্য মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসন বাবু জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ২৯৪ টি কম্বল ৪০ দিনের কর্মসূচিতে কর্মরত অসহায় শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য করুন