নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৬ আসনের এমপি নাজমুল হাসান পাপন ও মেহেরপুর–১ আসনের এমপি ফরহাদ হোসেন মন্ত্রী হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে দুই মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার নিয়ে কিশোরগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন আনন্দ মিছিলের নেতৃত্ব দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন বলেন, আমাদের কিশোরগঞ্জের কৃতীসন্তান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী করায় আমরা আনন্দিত। এছাড়াও আমাদের কিশোরগঞ্জের জামাতা ফরহাদ হোসেনকে পুনরায় জনপ্রশাসন মন্ত্রী করায় আমরা উচ্ছ্বসিত।
সকল বাধাবিপত্তি মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ফরহাদ হোসেন এমপি কিশোরগঞ্জ-১ আসনের প্রয়াত এমপি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভগ্নিপতি।