ঢাকাশুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাপন মন্ত্রী হওয়ায় ভৈরবে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

প্রতিবেদক
-
জানুয়ারি ১২, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পিতা জিল্রুর রহমান ছিলেন এলজিআরডি মন্ত্রী এবং রাষ্ট্রপতি। পিতার ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে এবার নিয়ে চারবার এমপি নির্বাচিত হয়েছেন তারই ছেলে নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্বের স্বাদও পেলেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। পাপন মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকা ভৈরবে শুক্রবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার বেলা ১১টার দিকে ভৈরব কে.বি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ

নাজমুল হাসান পাপনকে মন্ত্রিত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে তারা বলেন, প্রধানন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগ্রণী ভূমিকা পালন করবেন নাজমুল হাসান পাপন

আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা  আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বঙ্গবভনে শপথবাক্য পাঠ করেন নাজমুল হাসান পাপন

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আসনে ২০০৯ সাল থেকে টানা চারবার এমপি নির্বাচিত হলেও এবারই প্রথম মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

আপনার মন্তব্য করুন