নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে অভিযানটি চালায়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবু সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল চরখামা গ্রামে অভিযান চালায়। এ সময় জনৈক সুমন মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনের ছাপড়া ঘর থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৬৫০ টাকাসহ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন চরখামা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমিনুল ইসলাম (৩০), আসলামের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৩), আবিদ উদ্দিনের ছেলে সাদেক (৩৫) ও ইউসুফ আলীর ছেলে সোহাগ (২৪)।
তাদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় জুয়া আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
		আপনার মন্তব্য করুন
		
                        
 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                