নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ২১ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার দুজন হলেন ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার উজান কাসিয়ারচর গ্রামের মৃত আ. জলিলের ছেলে জুয়েল (৩৬) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছনখোলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আ. মালেক (৩২)।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে শনিবার দুপুর ২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ বেইলিব্রিজ সংলগ্ন চৌরাস্তায় অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ২১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন