নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো. আফজাল হোসেন। এবার নিয়ে এ আসন থেকে টানা চতুর্থবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি।
আগের মতই তিনি নিজ উদ্যোগে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবারের তীব্র শীতে তার নির্বাচনী এলাকার কোনো গরিব মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য প্রত্যেকের জন্য কম্বল বরাদ্দ করেছেন তিনি। প্রতিটি ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের কমিটি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে শীতার্তদের কাছে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।
জানা গেছে, বাজিতপুর ও নিকলী উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৫০ পিস করে মোট ১৭১ টি ওয়ার্ডে ৮৫৫০ টি কম্বল দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আফজাল হোসেন এমপি বলেন, মানব সেবা বড় ধর্ম। সৃষ্টিকর্তার করুণা পেতে হলে মানুষের সেবা করতে হবে। এ বিশ্বাস থেকেই সামর্থ অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করি। তিনি আরও বলেন, আমার এলাকার মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করবে, আর আমি আরাম আয়েশে থাকবো, সেটা কখনোই হবেনা। দলমত সকল শ্রেণি পেশার মানুষ আমাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সামর্থ অনুযায়ী সবসময় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, করোনা মহামারীর সময়ও গরিব অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে পাশে থেকেছেন এমপি আফজাল হোসেন।