আদালত প্রতিবেদক: ধর্ষণ মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) কিশোরগঞ্জ ২ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হলে বিচারক মো. রেজাউল করিম তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। কিশোরগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বাজিতপুরের গোবিন্দপুর তেঘরিয়া গ্রামের এক নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে মামুনের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বছরের ৫ মার্চ বিকালে মামুন তার বাড়িতে গিয়ে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে স্বামী–স্ত্রীর সম্পর্কের কথা বলে একাধিকবার ধর্ষণ করে। বিয়ের জন্য বললে একদিন মৌলভি ডেকে এনে শরা পড়িয়ে বিয়ে করেছে বলে বিশ্বাস স্থাপন করায়। কিন্তু বিয়ের কাবিনের জন্য বললে মামুন তালবাহানা শুরু করে এবং তাকে খারাপ মেয়ে বলে গালিগালাজ করে। নিরূপায় হয়ে ঐ নারী গত বছরের ২১ মে কিশোরগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এ মামলায় দীর্ঘদিন তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রবিবার আসামি মামুন কিশোরগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন।
তবে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন শুরু থেকেই ঘটনাটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে আসছেন।