মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন মিঠামইন উপজেলার চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমীর আলী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে মিঠামইনের ঢাকী সেতুর দক্ষিণ পাশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত ও একজন আহত হন।
দুর্ঘটনায় আহত মিজানুর রহমানকে (৩৫) আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। তিনি মিঠামইনের ঘাগড়া দায়হাটি গ্রামের রেজু মিয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন