হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে শীতের ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শিল্প উদ্যোক্তা প্রিন্স মোহাম্মদের অর্থায়নে এসব ইউনিফর্ম বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইমান আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার, এটিএম আহসান উল্লাহ টুটুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ক্রীড়াবিদ আবদুল জব্বার রতন প্রমুখ।