নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পিঠা উৎসবে হরেক রকমের পিঠার প্রদর্শনী হয়ে গেল। বাহারি পিঠার পসরা নিয়ে বসেছিলেন আয়োজকরা। বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের এতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে।
উৎসবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নকশি পিঠা (পাক্কন পিঠা), পুলি পিঠা, পাটিসাপটা, চিতই পিঠাসহ নানা ধরণের পিঠা প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা তাদের নিজ হাতে বানানো পিঠা নিয়ে বসেছিলেন নিজেদের স্টলে। অনেকেই তাদের পছন্দের পিঠা কিনে নিয়ে গেছেন। অতিথিদের আপ্যায়নও করা হয় এসব পিঠা দিয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক জানান, বছরের শুরুতে শিক্ষার্থীদের পড়ালেখার খুব একটা চাপ থাকেনা। এ সময়টাতে একটু আনন্দ বিনোদনের ব্যবস্থা করতে পারলে শিক্ষার্থীদের মানসিক বিকাশে কাজে লাগবে। তাছাড়া এমন আয়োজনে শিক্ষার্থীদের সুকুমারবৃত্তিরও বিকাশ ঘটে। সে চিন্তা থেকেই পিঠা উৎসবের আয়োজন। উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা।
উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।