ঢাকাWednesday , 24 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে অস্ত্রসহ ছাত্রদল নেতা রকিব ও বিপ্লব গ্রেফতার

প্রতিবেদক
-
January 24, 2024 5:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে দেশিয় অস্ত্রসহ ছাত্রদল নেতা তাকবীর উদ্দিন রকিব (৩১) তার সহযোগী তাজবীর রায়হান বিপ্লবকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব১৪ কিশোরগঞ্জ  ক্যাম্পের সদস্যরা। তাকবীর উদ্দিন রকিব কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কিশোরগঞ্জ শহরের হারুয়া মানিক ফকিরের গলি এলাকার মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে। তাজবীর রায়হান বিপ্লব হারুয়া ক্লাসিক গলি এলাকার ইলিয়াস মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, জেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র, নাশকতা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভূক্ত আসামী তাকবীর উদ্দিন রকিব অস্ত্রসস্ত্র মজুদ রেখে সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে মর্মে জানতে পারে র‌্যাব। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার ভোরে হোসেনপুর উপজেলার নান্দানিয়া এলাকায় অভিযান চালিয়ে রকিবকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ শহরের হারুয়া ক্লাসিক গলিতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাজবীর রায়হান বিপ্লবকে গ্রেফতার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি রামদা, ১টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল ১টি লোহার চেইন।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় আধিপত্য বিস্তার সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ রেখেছিল বলে স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ হারুয়া মানিক ফকিরের গলিতে ছাত্রদল নেতা তাকবীর উদ্দিন রকিবের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার ও অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছিল। সেসময় রকিব পালিয়ে যেতে সক্ষম হয়।

আপনার মন্তব্য করুন