নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শহীদুল ইসলাম ভূঁঞা। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট বদরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আজিজুল হক, কর্শাকড়িয়াইল ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন, জামাল উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, বীর মু্ক্তিযোদ্ধা গাজী শহীদুল ইসলাম, বীর মু্ক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন ভূঁইয়া, বীর মু্ক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মু্ক্তিযোদ্ধা ধনঞ্জয় বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন মুখলেছ প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।