কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়াকে (৩৬) কুপিয়ে দুই হাতের কব্জি বিছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে গচিহাটা বাজার থেকে বাড়িতে ফেরার পথে কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি বাড়ির কাছে দুর্বৃত্তরা হামলা করে। তারা কুপিয়ে নয়ন মিয়ার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।
আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।