নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির দাতা সদস্য হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। মঙ্গলবার সন্ধ্যার পর জেলা পাবলিক লাইব্রেরির কার্যকরী কমিটির এক সভায় এ আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।
এ সময় সকলেই তার এই প্রস্তাবকে স্বাগত জানান। সভায় পাবলিক লাইব্রেরি সেমিনার কক্ষের জন্য সাউন্ড সিস্টেম ক্রয় করে দিবেন বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক। সভা শেষে সাম্প্রতিক সময়ে পাবলিক লাইব্রেরির উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যে কোনো উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি। পরে তিনি লাইব্রেরির পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, পদাধিকার বলে জেলা পাবলিক লাইব্রেরি কার্যকরী কমিটির সভাপতি জেলা প্রশাসক।
আপনার মন্তব্য করুন