নিজস্ব প্রতিবেদক: ঝগড়ার পর অভিমানে স্বামীর বাড়ি থেকে চলে গিয়েছিলেন গৃহবধূ রুমা আক্তার (২০)। স্বামী ও বাবার বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান করতে পারেননি। ঘটনাটি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার। নিখোঁজ হওয়ার প্রায় দেড় বছর পর মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ২০২০ সনে মিঠামইন উপজেলার নবাবপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয় একই উপজেলার গোপদীঘি ইউনিয়নের ধলাই গ্রামের আব্দুল হকের সঙ্গে। ২০২২ সনের ৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় রুমার। অভিমানে রাতেই বাবার বাড়ির উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে যান রুমা। পরদিন দুপুর দেড়টার দিকে স্বামী আব্দুল হক শ্বশুর বাড়িতে গিয়ে ঘটনাটি জানান।
এ ব্যাপারে রুমার পিতা আব্দুল খালেক ২০২২ সনের ১২ সেপ্টেম্বর মিঠামইন থানায় রুমার নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়রি করেন। এর পরিপ্রেক্ষিতে মিঠামইন থানা পুলিশ দেশের বিভিন্ন স্থানে তাকে খোঁজ করতে থাকে।
মঙ্গলবার চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের সহায়তায় চট্টগ্রামের কদমতলি এলাকার জনৈক জসিম এর বাসা থেকে রুমাকে উদ্ধার করে। অভিমানে বাড়ি থেকে বের হয়ে চট্টগ্রামে জসিমের বাসায় কাজের বুয়ার কাজ নেন বলে পুলিশকে জানায় রুমা।
উদ্ধারের পর রুমাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।