নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের এক সভা শনিবার সকালে শহরের বত্রিশ এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী রাখাল দত্ত, অধ্যাপক আবুল কাশেম অপু, অধ্যাপক বদরুল হুদা সোহেল, হোসেন আলী মাস্টার, এডভোকেট আলামিন, এডভোকেট শাহ আরাফাত আয়াতুল্লাহ, রতন বর্মণ প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ঘুষ-দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কিশোরগঞ্জ শহরের যানজট নিরসন, সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন।
আপনার মন্তব্য করুন