পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া লাইনপাড়া নূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এর উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মকবুল হোসেন বলেন, এলাকার সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমাজসেবামূলক কার্যক্রমে তিনি নিজেকে সম্পৃক্ত করে তৃপ্তি ও আনন্দ পান। পাকুন্দিয়ার সব ধরণের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতেও ভূমিকা রাখবেন বলেও আশ্বাস দেন তিনি।
আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন