নিজস্ব প্রতিবেদক: ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিশোরগঞ্জে শহিদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।
একুশের প্রথম প্রহর রাত ১২.০১ টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রিয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, গণতন্ত্রী পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠী, সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটার অংশে সাত দিনব্যাপী বইমেলা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বইমেলা উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এবং সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।