ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শহিদ মিনারে হাজারো মানুষের ঢল

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিশোরগঞ্জে শহিদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।

একুশের প্রথম প্রহর রাত ১২.০১ টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রিয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, গণতন্ত্রী পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠী, সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটার অংশে সাত দিনব্যাপী বইমেলা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বইমেলা উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এবং সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

আপনার মন্তব্য করুন