নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, কিছু ছিনতাইকারী রাতের আঁধারে সাধারণ মানুষকে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মালামাল ছিনিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলা স্মরণী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোনসেটসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জ শহরের নগুয়া এতিমখানা সড়ক এলাকার মৃত দুলালের ছেলে পাপ্পু (২৭), একই এলাকার হারুন অর রশিদের ছেলে মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন (২৩) ও বগাদিয়া এলাকার মানিকের ছেলে মারজান (২১)।
র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজন ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরে তাদেরকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।