ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে একজনের মৃত্যু

প্রতিবেদক
-
মার্চ ২, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা): কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আল আমীন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা- সিলেটগামী কালনী আন্তঃনগর একপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রমকালে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আল আমীন কুমিল্লা জেলার মেঘনা থানার মালিকারচর গ্রামের বদি মিয়ার ছেলে। তিনি ট্রেনে হকারি করতেন বলে জানা গেছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন শিকদার জানান, ঢাকা- সিলেটগামী কালনী আন্তঃনগর একপ্রেস ট্রেনটির ভৈরবে বিরতি ছিল না। কিন্তু যখন ভৈরব স্টেশন অতিক্রম করছিল তখন এই লোকটি চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। এতে ঘটনাস্থলেই ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য করুন