ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তি খুনের অভিযোগ

প্রতিবেদক
-
মার্চ ১৩, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে গোরস্তানের মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে উজ্জ্বল মিয়া (৩২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে  বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে নিহত উজ্জ্বল তাড়াইলের দিগদাইড় মুন্নাপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উজ্জ্বল মিয়া স্থানীয় গোরস্তানে ভেকু দিয়ে মাটি কাটছিলেন সময় প্রতিবেশি আকরাম বাধা দেন কথা কাটাকাটির এক পর্যায়ে আকরাম লাঠি দিয়ে উজ্জ্বলকে আঘাত করেন পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদনান জানান, হাসপাতালে আনার আগেই উজ্জ্বলের মৃত্যু হয়েছে

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান, দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উজ্জ্বলের হাতে লাঠি দিয়ে আঘাত করেন আকরাম। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন