অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরিব-অসহায়দের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে মধ্য অষ্টগ্রাম দালানহাটি ফিলফুল ফুযুল যুব সংঘ নামে একটি সংগঠন।
শনিবার বেলা ১১টার দিকে মধ্য অষ্টগ্রাম দালানহাটি এলাকায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ বাবু।
মধ্য অষ্টগ্রাম দালানহাটি ফিলফুল ফুযুল যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাদ্দাম হোসেন, অজিদ মিয়া, উজ্জ্বল, অন্তর, রাকিব, আল্লাদ, রাজেল, শহিদ প্রমুখ।
স্থানীয় ১০৫টি অসহায় পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।