ঢাকাTuesday , 19 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে পাদুকা শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
March 19, 2024 5:33 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ ভৈরবে নিখোঁজের দিন পর ডোবা থেকে আলআমিন (২৮) নামে এক পাদুকা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ভৈরব পৌর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। নিহত আল আমিন ভৈরব পৌরসভার কমলপুর গাছতলাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে

স্থানীয় সূত্র স্বজনরা জানান, আলআমিন একজন পাদুকা শ্রমিক ছিলেন। গত ১২ মার্চ সকালের পর থেকে তিনি নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ডোবায় কচুরিপানার ভিতরে একজনের মরদেহ দেখতে পেয়ে ভৈরব থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে

নিহতের পরিবারের দাবী পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আল আমিনকে। বিষয়ে নিহতের বড় বোন মুন্নি বলেন, প্রথম রোজা থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। ভাইয়ের সন্ধানের জন্য থানায় নিখোঁজের অভিযোগ করতে গেলে থানার ওসি এসআই নাজমুল লিখিত অভিযোগ নেয়নি। বরং তারা আমাদের গালাগালি করে বের করে দেয়। 

নিহতের ভাই রাকিব জানান, স্থানীয় রনি নামের এক যুবকের সাথে দীর্ঘদিন যাবত আল আমিনের দ্বন্দ্ব চলছিল। রনি কিছুদিন পূর্বে তার ভাইকে জেলও খাটিয়েছে। এই হত্যার ঘটনায় রনি জড়িত বলে তার দাবি।  

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, নিখোঁজের অভিযোগ থানায় রাখেনি এমন কিছু আমার জানা নেই। তবে ডোবায় মরদেহের খরব পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন