ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ট্রলার ডুবি : পুলিশ কনস্টেবল সোহেল রানাসহ ৩ মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
মার্চ ২৫, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ট্রলার ডুবির ঘটনায় আজ সোমবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে ঘটনাস্থল থেকে কিছু দূরে পৃথক স্থান থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয় তারা হলেন পুলিশ কনস্টেবল সোহেল রানা (৩৫), তার ছেলে রাইসুল () কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের বেলন দে (৪৫) নিয়ে মোট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনায় নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে

এর আগে গত রবিবার বিকাল ৩টার দিকে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস নৌ পুলিশ যৌথভাবে তিনজনের মরদেহ উদ্ধার করে তারা হলেন পুলিশ কনস্টেবল সোহেল রানার মেয়ে মাহমুদা সুলতানা (), ভৈরবের আমলাপাড়া এলাকার ঝন্টু দের স্ত্রী রুপা দে (৩০) নরসিংদী জেলার বেলাব উপজেলার দড়িকান্দি গ্রামের দারু মিয়ার মেয়ে কলেজ শিক্ষার্থী আনিকা আক্তার (১৮) একইদিন বেলা ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়

শুক্রবার ঘটনার দিন একজনের এবং পরদিন দুজনের মরদেহ উদ্ধার করা হয় তারা হলেন ভৈরব পৌরসভার কমলপুর এলাকার সুবর্ণা বেগম (৩৫), পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমী (২৫) ভৈরবের আমলাপাড়া এলাকার মিষ্টি ব্যবসায়ী চন্দন দের কন্যা আরাধ্যা দে (১২)

দুর্ঘটনায় মোট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে প্রায় ২০ জন যাত্রী নিয়ে সুন্দরবন নামে পর্যটকবাহী একটি ট্রলার বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়

এ ব্যাপারে পুুলিশ কনস্টেবল সোহেল রানার পিতা আব্দুল আলিম বাদী হয়ে অভিযুক্ত বাল্কহেডের অজ্ঞাতনামা সুকানি ও ইঞ্জিনচালকের বিরুদ্ধে ভৈরব নৌ থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য করুন