ঢাকাMonday , 25 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কিশোরগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

প্রতিবেদক
-
March 25, 2024 10:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কিশোরগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

“ আমরা একাত্তর” কিশোরগঞ্জ জেলা শাখা সোমবার সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় সংগঠনের জেলা শাখার আহ্বায়ক এডভোকেট অশোক সরকার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে জনমত গড়ে তোলার জন্য শান্তিপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া এবং তরুণ সমাজকে অসাম্প্রদায়ীক চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতিও আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, অধ্যাপক শাহজাহান সাজু, গণতন্ত্রী পার্টির নেতা এনামুল হক চৌধুরী আলমাস, সাংস্কৃতিক সংগঠক আবুল এহসান অপু, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার প্রমুখ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য করুন