অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হাসান (রা.) এর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাবেলী বাড়িতে ১৬৬ তম মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম আল হুসাইনী দরবার শরীফ মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। বিশ্ব মানবতার কল্যাণে দোয়া পরিচালনা করেন অষ্টগ্রাম ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা ক্বারী আব্দুল গফুর।
এ সময় উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ মেজবাহুল হোসাইন, হাফেজ মাজহারুল ইসলাম প্রমুখ।
প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন পীর মাশায়েখ, আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় লোকজন মাহফিলে অংশ নেন।
আপনার মন্তব্য করুন