নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। ভৈরব ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
তারা হলেন ভৈরবের পলতাকান্দা এলাকার শাহাবুদ্দিনের ছেলে শাহীন মিয়া (২৭), নিউটাউন এলাকার রুপ মিয়ার ছেলে আলামিন (২২), কমলপুর বাসস্ট্যান্ড এলাকার কাশেম মিয়ার ছেলে নয়ন (২২), শম্ভুপুর পাকার মাথা এলাকার জিল্লু মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (১৯), ভৈরবপুর উত্তর পাড়ার মৃত মুসলিম মিয়ার ছেলে রাসেল মিয়া (২১), একই এলাকার জহির মিয়ার ছেলে মোমেন মিয়া (৩৫), দুর্জয় মোড় এলাকার ফরিদ মিয়ার ছেলে তাকবির (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চিলিকোট গ্রামের দারু মিয়ার ছেলে মোবারক হোসেন (২৫)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চাকু, একটি খুর, দুটি কেচি ও দুটি মোবাইল ফোন। পরে তাদেরকে ভৈরব থানায় সোপর্দ করা হয়।
র্যাব ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেনেন্ট মো. ফাহিম ফয়সাল জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ছিনতাই করে আসছে মর্মে স্বীকার করেছে।