নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ১১টি ট্রেনের ৪২টি আসনের টিকিটসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ও গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় র্যাব–১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, ঈদকে সামনে রেখে টিকিট কালোবাজারিচক্র অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম টিকিট কিনে মজুদ করে রাখে এবং পরে বেশি দামে বিক্রি করে। গোয়েন্দা নজরদারিতে এর সত্যতা পায় র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র্যাব কিশোরগঞ্জ ও গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কাছুম আলীর ছেলে রহমত উল্লাহ (২৯) ও সহশ্রাম গ্রামের কাজল ভূঁইয়ার ছেলে মোখলেছ ভূঁইয়া (২০)। তাদের কাছ থেকে ১১ টি ট্রেনের ৪২টি আসনের টিকিট, নগদ সাড়ে ৪ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, গ্রেফতার দুজন টিকিট কালোবাজারিচক্রের সদস্য। ঈদকে সামনে রেখে অভিনব কৌশলে তারা টিকিট কালোবাজারী করতো।
এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।