ঢাকাWednesday , 3 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্রেনের ৪২ আসনের টিকিটসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
April 3, 2024 10:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ১১টি ট্রেনের ৪২টি আসনের টিকিটসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব বুধবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় র‌্যাব১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা

র‌্যাব সূত্র জানায়, ঈদকে সামনে রেখে টিকিট কালোবাজারিচক্র অনলাইন কাউন্টার থেকে অগ্রিম টিকিট কিনে মজুদ করে রাখে এবং পরে বেশি দামে বিক্রি করে গোয়েন্দা নজরদারিতে এর সত্যতা পায় র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‌্যাব কিশোরগঞ্জ গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে তারা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কাছুম আলীর ছেলে রহমত উল্লাহ (২৯) সহশ্রাম গ্রামের কাজল ভূঁইয়ার ছেলে মোখলেছ ভূঁইয়া (২০) তাদের কাছ থেকে ১১ টি ট্রেনের ৪২টি আসনের টিকিট, নগদ সাড়ে হাজার টাকা তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়

র‌্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, গ্রেফতার দুজন টিকিট কালোবাজারিচক্রের সদস্য ঈদকে সামনে রেখে অভিনব কৌশলে তারা টিকিট কালোবাজারী করতো

এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য করুন