ঢাকাSunday , 7 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী করতে নেতাকর্মীদের অনুরোধ ফিরিয়ে দিলেন এমপি সোহরাব

প্রতিবেদক
-
April 7, 2024 12:14 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনের ছেলে এস. এম. তৌফিকুল হাসান সাগর একজন প্রকৌশলী। ছাত্রলীগের রাজনীতিতে তার হাতেখড়ি। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা সাগর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং পরে সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় যুবলীগের সদস্য পদেও দায়িত্ব পালন করছেন তিনি। বিগত সংসদ নির্বাচনে বিরূপ পরিবেশ ও নানাবিধ চাপেও স্বতন্ত্র প্রার্থী পিতার নির্বাচনে গুরুদায়িত্ব পালন করে জয়ের মালা ছিনিয়ে এনেছেন। এ অবস্থায় তৌফিকুল হাসান সাগরকে আসন্ন পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করতে নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অনুরোধ জানিয়ে আসছিলেন সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনকে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়ও নেতাকর্মীরা যোগ্য প্রার্থী হিসেবে সাগরের নাম প্রস্তাব করেন। কিন্তু দেশ ও দলের স্বার্থে সে অনুরোধ ফিরিয়ে দেন তিনি।

সভায় সংসদ সদস্য এডভোকেট্ সোহরাব উদ্দিন বলেন, বিগত নির্বাচনে আপনারা বিপুল ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। ঐক্য ধরে রাখতে হবে। বিগত নির্বাচন যেরকম সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, আগামী উপজেলা নির্বাচন এর চেয়েও ভালো হবে। তিনি বলেন, দল আমাকে আমার পরিবারকে অনেক কিছুই দিয়েছে। আমি দলের কাছে কৃতজ্ঞ। আমাকে নিজের চেয়ে দেশ ও দলের স্বার্থে কাজ করতে হবে

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে আপনারা আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আমার ছেলের নাম প্রস্তাব করেছেন। আমার নির্বাচনে আমার ছেলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপরও সবকিছুই আমার ঘরে রাখতে হবে, সেটা আমি করতে পারিনা। আমার ছেলে আপনাদের সঙ্গে থেকে আরো শিখবে, জানবে। আপনাদের সহযোগিতা থাকলে আমার ছেলে একসময় যোগ্য আসনে যাবে। নেত্রীর নির্দেশ অনুযায়ী উপজেলা নির্বাচনকে আমি উন্মুক্ত করে দিতে চাই। আগ্রহী যে কেউ প্রার্থী হতে পারেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আমার সহযোগিতা থাকবে। আগামীতে যে কেউ চেয়ারম্যান নির্বাচিত হবেন, তাকে নিয়েই উন্নয়ন কাজ করবো, মানুষের জন্য কাজ করবো। আগামী পাঁচ বছরে পাকুন্দিয়া  ও কটিয়াদীকে সিঙ্গাপুরের ন্যায় উঁচুমানে নিয়ে যাব ইনশাল্লাহ

পাকুন্দিয়া উপজেলা গার্লস হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা, যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন, অধ্যাপক আতাউর রহমান সোহাগ, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মিনহাজ উদ্দিন, ভিপি আব্দুল হাকিম, চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল আলম দেওয়ান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাথী আক্তার ও সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন ও একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল আলম প্রমুখ।

সভায় প্রায় সকল বক্তাই আসন্ন পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনের ছেলে এস. এম. তৌফিকুল হাসান সাগরের নাম প্রস্তাব করেন। সভায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন আনার।

আপনার মন্তব্য করুন