নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের ৩০০ সুবিধাবঞ্চিত অসহায় মানুষকে ঈদ উপহার (খাদ্য সহায়তা) দেওয়া হয়েছে। জনতা ব্যাংক পিএলসির সৌজন্যে এ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ। ব্যাংকের কিশোরগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মামুনুর রশিদ তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক সিনিয়র সাংবাদিক মু. আ. লতিফ ও জনতা ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক (ইনচার্জ) রন্জন বর্মণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনতা ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ বলেন, জনতা ব্যাংক দরিদ্র অসহায় মানুষের পাশে সবসময়ই সবার আগে পাশে দাঁড়ায়। সকল শ্রেণি পেশার মানুষের ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ দিতে সক্ষম হয়েছে জনতা ব্যাংক।
তিনি আরও বলেন, আমাদের গর্ব ও অহঙ্কারের জায়গা হলো মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।