ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

প্রতিবেদক
-
April 9, 2024 9:21 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায়। নিহত সবুজ মিয়া এলাকার মধুর বাপের ছেলে। 

পুলিশ স্থানীয় সুত্রে জানা গেছে, সবুজ মিয়ার সঙ্গে তারই চাচাতো ভাই গফুর মিয়া ও তার ভাতিজা হাকিম মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার বিকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সবুজ মিয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। সময় সবুজ মিয়ার ছোট ভাই হারেছ মিয়া (৪০) গুরুতর আহত হন। তাকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি নিয়ে চাচাতো ভাই গফুর ও ভাতিজা হাকিমের সঙ্গে সবুজ মিয়ার বিরোধ ছিল। এর জের ধরেই সবুজ মিয়াকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য করুন