ঢাকাFriday , 12 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রতিবেদক
-
April 12, 2024 9:47 pm
Link Copied!

পাকুন্দয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া ঈদগাহ  সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লাহর ছেলে নাঈম মিয়া (২৮) পাকুন্দিয়া পৌরসভার পাইকলক্ষ্মীয়া  এলাকার আবু কালামের  ছেলে শরীফ মিয়া (২২)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে তারা ঘুরতে বের হয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরাটিয়া  এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরীফ মিয়া

এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তারা হলেন পাইকলক্ষ্মীয়া  এলাকার আবুল কালামের মেয়ে লিজা (২৩) পোড়াবাড়ীয়া গ্রামের আবু বকরের ছেলে ফাহিম (২২)

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক দুজন নিহত ও পিছনের যাত্রী দুজন আহত হয়েছেন। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

আপনার মন্তব্য করুন