ঢাকাFriday , 19 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ

প্রতিবেদক
-
April 19, 2024 8:17 pm
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয় নিহত মতিউর রহমান বাদশা (৬২) মসুয়া ইউনিয়নের চরবেতাল গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে

নিহতের চাচাত ভাই জসিম উদ্দিন জানান, জমিজমা নিয়ে মতিউর রহমান বাদশার সঙ্গে চাচাত ভাতিজা ইসমাঈলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বৃহস্পতিবার সকালে মতিউর রহমান তার ছেলের নতুন বাড়িতে গেলে তার ভাতিজাসহ বাড়ির লোকজন মিলে মতিউর রহমান বাদশার ওপর হামলা চালায় তারা টেটাবল্লম দিয়ে তার বুকে আঘাত করে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়

কটিয়াদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য করুন