ঢাকাSaturday , 20 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের নতুন কমিটি : সভাপতি জুয়েল, সম্পাদক তন্ময়

প্রতিবেদক
-
April 20, 2024 5:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের তালিকাভুক্ত সংগঠন  

চন্দ্রাবতী আবৃত্তি পরিষদ, কিশোরগঞ্জ এর নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মম জুয়েলকে সভাপতি এবং তোকির ইসলাম তন্ময়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

গত শুক্রবার জেলা শহরের গৌরাঙ্গবাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। নির্বাহী কমিটির অন্য পদগুলোতে রয়েছেন সহ সভাপতি দেলোয়ার হোসেন শামীম, মাহফুজা আরা পলক, নাজনীন মিষ্টি ও আলাম নাশরাহ অঙ্কুর, যুগ্ম সম্পাদক মনিরা আজম ইতি, সাংগঠনিক সম্পাদক আন্তা রহমান রোজ, দপ্তর সম্পাদক পাপিয়া পণ্ডিত, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক প্রিয়ন্তিকা পুষ্প, নির্বাহী সদস্য গাজী মহিবুর রহমান, আমিনুল ইসলাম সেলিম, নূরে আলম সিদ্দিকী সবুজ, কামরুজ্জামান স্বপন, শারমিন আক্তার, জিন্নাত রেহানা মিতালী, আরিফ খান ও মরিয়ম জুঁই

আবৃত্তি চর্চা বিস্তারে সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার গণ্ডি পেরিয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। জেলা শহরে আবৃত্তি উৎসব আয়োজন থেকে শুরু করে বিভিন্ন সময়ে এবং দিবসে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে সমন্বয় করে সারাবছর ধরে আবৃত্তি আয়োজন করে আসছে। আগত দিনে চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের কর্মকাণ্ডকে আরো বিস্তৃত ও বেগবান করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য করুন