নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সোমবার (২২ এপ্রিল) কিশোরগঞ্জের তিন উপজেলার সাতজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. আব্দুস সাত্তার ও ভাইস চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলাম, হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে মো. মোবারিছ মিয়া, পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. কামাল উদ্দিন, মো. আতাউর রহমান ও আতাউল্লাহ সিদ্দিক মাসুদ এবং ভাইস চেয়ারম্যান পদে মো. আবুল কাসেম।
প্রত্যাহারের পর তিন উপজেলায় বৈধ প্রার্থীর সংখ্যা ৩৬ জন। তারা হলেন কিশোরগঞ্জ সদরে চেয়ারম্যান পদে মামুন আল মাসুদ খান, মো. আওলাদ হোসেন ও মো. নাজমুল আলম। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন আব্দুল জলিল, খালেদ সাইফুল্লাহ সাফাত, মো. আশরাফুল আরিফ, মো. জোবায়ের আলম রাজিব, মোখলেছুর রহমান মিতুল, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ হাফিজ উদ্দিন, রিফাত উদ্দিন আহমেদ বচন ও শাহজাহান কবীর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন তাছলিমা (সুইটি), তাহমিনা আক্তার নাজমা ও মোছা. মাছুমা আক্তার।
হোসেনপুর উপজেলায় বৈধ প্রার্থিরা হলেন চেয়ারম্যান পদে এম. এ. হালিম, মো. আশরাফ হোসেন, মো. নাজমুল আলম, মোহাম্মদ সোহেল, রৌশনারা ও শাহ মাহবুবুল হক। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন নাঈম সুজন, মোহাম্মদ আল আমিন ও শফি উদ্দিন সরকার (বাচ্চু)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন ছাবিয়া পারভীন জেনি ও সেলিনা আক্তার।
পাকুন্দিয়া উপজেলায় বৈধ প্রার্থিরা হলেন চেয়ারম্যান পদে এ. কে. এম. দিদারুল হক, এ. কে. এম. হাবিবুর রহমান চুন্নু, এমদাদুল হক জুটন, মো. মকবুল হোসেন ও মো. রফিকুল ইসলাম (রেনু)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন আতাউর রহমান সোহাগ, এ. কে. এম. ফজলুল হক বাচ্চু ও মো. জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিরা হলেন মোছা. ললিতা বেগম ও শামসুন্নাহার বেগম।