ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জাল ভোট দেওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রতিবেদক
-
মে ৮, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের একটি কেন্দ্রে দুই স্কুলছাত্রকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রথম ধাপে বুধবার কিশোরগঞ্জের তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ঢুকে কৌশলে তিন ব্যক্তি ব্যালট পেপারে সীল মারতে থাকেন। পরে স্বাক্ষরবিহীন ৮৯ টি ব্যালট পেপার ব্যালট বাক্সে ঢুকিয়ে দেন তারা। পুলিশ সদস্যদের সহায়তায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার তিনজনকে আটক করেন। আটক তিনজন হলেন বুরুদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার রায়হান (৪০), বুরুদিয়া গ্রামের জাকির হোসেন (২৮) ও বরখিল গ্রামের ইমন মিয়া (২১)। পরে ইউপি সদস্য রায়হান ও জাকির হোসেনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইমন মিয়াকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভিটিপাড়া গ্রামের সুমন মিয়াকে (২০) একহাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে নবম শ্রেণি ও সপ্তম শ্রেণি পড়ুয়া দুই স্কুলছাত্রকে প্রিসাইডিং অফিসার আটক করেন। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।

আপনার মন্তব্য করুন