নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির সভা শুক্রবার পুরাতন বার লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঈশাখাঁ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, হোসেন আলী মাস্টার, রতন বর্মণ, এডভোকেট শাহ আরাফাত উল্লাহ আপেল, চন্দ্রা সরকার, রেশমা বেগম সেতু প্রমুখ।
সভায় ফিলিস্তিনে ইজরাইলের বর্বর আগ্রাসনের নিন্দা এবং ফিলিস্তিনীদের পক্ষে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। এছাড়া দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। কিশোরগঞ্জ শহরের যানজট নিরসন, বিদ্যুৎ বিভ্রাট, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ে তোলার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তাগণ। স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চারও আহ্বান জানান তারা।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন।